নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ বিকেল ৫ টা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে রেলের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নিত্য যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে আবার টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। এর জেরে একের পর এক ট্রেন দাঁড়িয়ে আছে।
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, “এই ঘটনার কারণে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের টাওয়ার ভ্যান সহ ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। আর ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।” এদিকে, নির্দিষ্ট সময়ে যাত্রীরা ট্রেন না পেয়ে টিকিয়াপাড়া স্টেশনে বিক্ষোভ শুরু করেছেন। কার্যত রেল লাইনে বসে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি অভিযোগ তোলেন, “ঠিক সময় ট্রেন পাওয়া যায় না। পেলেও দেরীতে চলে।”