নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বই এবং পুণে সহ পাঁচ জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসম ভবন। এই তালিকায় ওই দুই জেলা ছাড়াও রয়েছে পালঘর, ঠাণে এবং রায়গড়। শুক্রবার মৌসম ভবন এই জেলাগুলিতে সতর্কতা জারি করার পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।
মুম্বইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই এবং তার আশপাশের অঞ্চলে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী কয়েক দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে বলেও জানিয়েছে মৌসম ভবন। এ ছাড়াও মধ্য মহারাষ্ট্র, মঠারাওয়াড়া এবং বিদর্ভ অঞ্চলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে পুণের বহু এলাকা জলমগ্ন। গত দু’দিনে বৃষ্টির জেরে এই শহরে মৃত্যু হয়েছে ৬ জনের। পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবারই সেনা নেমেছে উদ্ধারকাজে। এ ছাড়াও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ এবং দমকল। শহরের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে সব এলাকাগুলি জলমগ্ন, সেই এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে। দুর্যোগের জেরে শুক্রবারও স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।