নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির ভিতর থেকে রহস্যজনক ভাবে এক জন ব্যবসায়ী সহ তার গাড়ির চালকের দেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলো রানাঘাটের বাসিন্দা ৩৪ বছর বয়সী রূপক দাস ও ৪০ বছর বয়সী সুমন চক্রবর্তী। সুমন চক্রবর্তী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আর রূপক গাড়ি চালাতেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রানাঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে অনুমান করে, দু’জনকে অন্যত্র কুপিয়ে খুন করে ওই ঘরের ভিতরে ফেলে যাওয়া হয়েছে। আপাতত মৃতদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সাক্ষী প্রমাণ লোপাটের জন্য রূপককে খুন করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে। অন্যদিকে, সুমনের সঙ্গে কারোর ব্যবসায়িক বা ব্যক্তিগত বিবাদ ছিল কি না, তাও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানার চেষ্টা চলছে।