নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের এক জন ষাটোর্ধ্ব কৃষকের মলদ্বার থেকে একটি গোটা লাউ বের করে আনলেন চিকিৎসকেরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কৃষকের মলদ্বারে ওই লাউ ঢুকেছিল কিভাবে তা নিয়ে চিকিৎসকেরা নিশ্চিত ভাবে কিছুই বলতে পারেনি। তবে ওই বৃদ্ধও এই বিষয়ে কিছুই জানাননি।
সূত্রের খবর অনুযায়ী, ওই বৃদ্ধ পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে চিকিৎসকদের কাছে যান। এরপর চিকিৎসকরা এক্স-রে করে দেখেন, তার মলদ্বারে একটি ষোলো ইঞ্চির লাউ ঢুকে রয়েছে। ফলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। অবশেষে দু’ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর ওই বৃদ্ধের মলদ্বার থেকে লাউটি বের করা হয়।
বর্তমানে ওই বৃদ্ধ বিপন্মুক্ত ও সুস্থ রয়েছেন। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, তিনি মানসিক অসুস্থতার কারণে নিজের মলদ্বারে লাউটি ঢুকিয়ে থাকতে পারেন। চিকিৎসকদের যে দল ওই বৃদ্ধের অস্ত্রোপচার করেছেন তাঁদের মধ্যে আশিস শুক্ল, সঞ্জয় মৌর্য, মনোজ চৌধুরী এবং নন্দকিশোর জাটভ ছিলেন। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।