চয়ন রায়ঃ কলকাতাঃ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপক নিয়োগে ইন্টারভিউ বাতিল করল। আর বিকাশ ভবনের মৌখিক নির্দেশেই এই ইন্টারভিউ বন্ধ হয়েছে। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে অর্ধেকের বেশী সংখ্যক অধ্যাপক নেই। তাই আজ ও শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে ইন্টারভিউ হওয়ার কথা ছিল। ৪৭ জন ইন্টারভিউ দিতে আসতেন। কিন্তু রাতারাতি বিকাশ ভবনের নির্দেশে এই প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘ইন্টারভিউ বাতিল করা হয়েছে।’’ তবে বিকাশ ভবন মৌখিক নির্দেশ দিয়েছে কেন, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে কম্পিউটার সায়েন্স বিভাগে দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় ষাট জন আবেদন করেন। এদের মধ্যে ৪৭ জনকে যোগ্যতার মাপকাঠি মেনেই সংশ্লিষ্ট পদের জন্য শর্ট লিস্ট করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
মূলত, গোটা রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার বেহাল অবস্থা। সেটি সরকারী হোক বা বেসরকারী ক্ষেত্রে। বর্তমানে রাজ্যের অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের প্রয়োজন রয়েছে। তবে বিকাশ ভবনের এহেন রাতারাতি নির্দেশে কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট চিন্তিত।
Sponsored Ads
Display Your Ads Here