অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ শে জুলাইয়ের সভাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছেন। সকলেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে ছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছাতেই উপস্থিত সকলে হাততালি দিয়ে স্বাগত জানান। এদিন তাঁর সাথে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়ে জানান, ‘‘বাংলায় আসার জন্য অখিলেশকে ধন্যবাদ। দিল্লির সরকার বেশী দিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশে খেলা দেখিয়েছে। বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল।’’ এরপর লোকসভায় বিপুল ভোটে জয়ী হওয়ার প্রসঙ্গে বলেন, ‘‘আমরা একমাত্র রাজনৈতিক দল, যারা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি। তারা আমাদের সম্পদ।’’ এছাড়া বলেছেন, ‘‘আমরা দায়িত্বে আসার আগে ৫৭.৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে ছিলেন। আমাদের জমানায় তা চল্লিশ শতাংশ কমে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সকল কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, নেতা-নেত্রীর উদ্দেশ্যে জানিয়েছেন, ‘‘যেন কারোর বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। আমি চাই আপনারা গরীব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই। অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার বলছি, মা-বোনেদের সম্মান দেবেন।’’