পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজারের সদাশিবপুর গ্রামে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। জানা যায়, চমৎকারী পণ্ডিত নামে এক মহিলা এলাকার এক জন যুবকের সঙ্গে পরকীয়া করে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। এরপর গতকাল সন্তান প্রসবের পর জানাজানির ভয়ে ওই সন্তানকেই খুনের চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
অভিযোগ, চমৎকারী সদ্যজাতকে বাড়ির পাশে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে জীবন্ত অবস্থাতেই পুঁতে ফেলার চেষ্টা করেন। কিন্তু শিশুর কান্না শুনে এলাকাবাসীরা ছুটে আসতেই ঘটনাটি নজরে পড়ে। তারপর এলাকাবাসীদের তৎপরতায় শিশুটিকে মাটি থেকে উদ্ধার করে দ্রুত মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি। আর তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকাবাসীরা ওই মহিলা সহ যুবককে গ্রেফতারের দাবীতে ক্ষোভে ফেটে পড়েন।
এরপর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আর পুলিশ অভিযোগের ভিত্তিতে চমৎকারীকে গ্রেফতার করে। কিন্তু কোনো মা নিজের শিশুকে খুন করতে পারেন কিভাবে? তার উত্তর কেউ খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি এদিনই অভিযুক্ত চমৎকারীকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।