নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ের হাজিসাহেব পাড়ায় এক দল দুষ্কৃতী মিরজাহান সেপাই নামে এক জন ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ বারো লক্ষ টাকা সহ গহনা নিয়ে চম্পট দিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে দুশ্চিন্তা গ্রাস করেছে।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতেরবেলা মিরজাহান পরিবারের সদস্যদের নিয়ে বাতানুকূল একটি ঘরে ঘুমোচ্ছিলেন। আর পাশের ঘরে আলমারিতে তার ছেলে-মেয়ের বিয়ের জন্য যাবতীয় টাকা ও সোনার গহনা সহ ব্যবসার জন্য কিছু টাকা রাখা ছিল। এদিকে দুষ্কৃতীরা ছাদ টপকে বাড়িতে প্রবেশ করে। এরপর ছোটো একটি জানলা ভেঙে পাশের ঘরে গিয়ে চাবি খুঁজে বার করে। তারপর আলমারি খুলে নগদ বারো লক্ষ টাকা এবং আড়াই ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানতে পারা মাত্রই ধুলাগড় থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়।
এরপরই সাঁকরাইল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অরিজিৎ পাল চৌধুরী এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘যেভাবে দুষ্কৃতীরা আলমারি থেকে চাবি খুঁজে বার করেছে, তা দেখে অনুমান করা হচ্ছে তারা মিরজাহানের পূর্বপরিচিত।’’ মিরজাহান এই বিষয়ে বলেন, ‘‘ছেলে-মেয়ের বিয়ের ঠিক হয়ে যাওয়ায় টাকা ও গহনা আলমারিতে রাখা ছিল। যা কয়েক জন পরিচিতই জানত। তাই পরিচিতদের মধ্যে কেউ এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।’’