নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ‘সুফল বাংলা স্টল’ চালু করা হয়েছে। কাঁচা আনাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন। এবার হুগলী জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসন সরাসরি কৃষকদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
যেখানে বাজারের তুলনায় দু’ টাকা থেকে কুড়ি টাকা অবধি কম দামে কাঁচা আনাজ থেকে মুদিখানা দ্রব্য সবই পাওয়া যাচ্ছে। এমনকি বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন, “এই প্রকল্পের ফলে কৃষক এবং ক্রেতাদের মাঝে ফড়ে-রাজ বন্ধ হবে। ‘সুফল বাংলা স্টলে’ কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। যা সরাসরি স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া যাবে। পাশপাশি মুদিখানা দ্রব্যও বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীরা অত্যন্ত খুশী। তারা এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here