রায়া দাসঃ কলকাতাঃ এবার আরো একবার রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু জামিন পেলেন। বর্তমানে গৌতম কুন্ডু চিটফান্ড কেলেঙ্কারির মামলায় জেলে রয়েছেন। আর তার বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে তার মধ্যেই একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) যে মামলার তদন্ত করছিল, তাতেই বিশেষ ইডি আদালত এই জামিন মঞ্জুর করেছে।
এই নিয়ে গৌতম কুণ্ডু রোজভ্যালির দ্বিতীয় মামলায় জামিন পেলেন। এর আগেও একটি মামলায় জামিন পেয়েছিলেন। তবে এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না। গৌতম কুন্ডুর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, “দীর্ঘদিন ধরে মামলা চলা সত্ত্বেও ইডি কোনো চার্জ গঠন করেনি।” উল্লেখ্য, ২০১৫ সালে তিনি গ্রেফতার করা হয়েছিল। এদিন বিশেষ ইডি আদালত গৌতম কুণ্ডুর জামিন মঞ্জুর করেছে। আর গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর থেকেই ইডি রোজভ্যালি গোষ্ঠীর যত সম্পত্তি রয়েছে সেই তালিকা তৈরী শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
যার মধ্যে গৌতম কুণ্ডুর বাড়ি-অফিস ও তার গচ্ছিত টাকার হিসেবও রয়েছে। এছাড়া আগেই বেশ কয়েকটি বাড়ি খালি করারও নির্দেশ দেওয়া হয়েছিল। আবার কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর ২৬ কোটি লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এর আগে গৌতম কুণ্ডু সিবিআইয়ের একটি মামলা থেকে জামিন পেয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here