নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির আলমপুরে চার জন ব্যক্তিকে চোর সন্দেহে আটকে মারধরের অভিযোগ উঠলো। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে এলাকাবাসীরা পুলিশের উপরও চড়াও হন। এতে পুলিশ কর্মীদের হেনস্থার শিকার হতে হয়। জানা গিয়েছে, ওই চার জন ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা। এখানে প্লাস্টিকের জিনিস বিক্রি করতেন। আর কয়েকদিন ধরে এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিলেন।
কিন্তু এদিন পুলিশের কাছে খবর আসে ওই ব্যক্তিদের চোর সন্দেহে মারধর করা হচ্ছে। এরপর পুলিশ খবর পেয়ে দু’টো গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করে। আর তখনই পুলিশের উপর হামলা চালানো হয়। তারপর ডিএসপির নেতৃত্বে বড়ো বাহিনী পাঠানো হলে মোট চোদ্দ জনকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে চাইছে।
Sponsored Ads
Display Your Ads Here