নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ পুণে, মুম্বইয়ের পর এবার মহারাষ্ট্রের নাসিকের গঙ্গাপুর এলাকায় একটি গাড়ি পথচারীকে চাপা দিয়ে চম্পট দিয়েছে। এই ঘটনায় ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতের নাম বৈশালী শিন্ডে।
জানা গিয়েছে, বৈশালী শিন্ডে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে। আর ধাক্কার অভিঘাত এতটাই বেশী ছিল যে, প্রায় কুড়ি মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। তবে গাড়িটি বৈশালী শিন্ডেকে ধাক্কা মারার ঠিক আগেই তাকে এক পথচারী টেনে সরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তবুও গাড়িটি বৈশালী শিন্ডেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর বৈশালী শিন্ডেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ইতিমধ্যে এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।
আর পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে দু’জনকে গ্রেফতার করলেও গাড়ির চালক পলাতক। উল্লেখ্য, গত দু’মাসের মধ্যে মহারাষ্ট্রেই গাড়ি চাপার জেরে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে রবিবার প্রদীপ নাকভার নামে এক জন ব্যক্তি স্কুটারে করে স্ত্রী কাবেরী নাকভারকে নিয়ে সুসান ডকে ব্যবসার জন্য মাছ কিনতে গিয়েছিলেন। তবে মাছ কিনে ফেরার পথে মুম্বইয়ে শিবসেনার (একনাথ শিন্ডে) নেতা রাজেশ শাহের পুত্র মিহিরের বিএমডব্লিউ প্রদীপ নাকভারের স্কুটারের পিছনে ধাক্কা মারে। ফলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গেলেও গাড়িটি কাবেরী নাকভারকে টেনে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আর এই দুর্ঘটনার তিন দিন পর পুলিশ অভিযুক্ত মিহিরকে গ্রেফতার করে।