নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ আজ বেঙ্গালুরুর একটি সরকারী বাসে ইঞ্জিন চালু করতেই দাউ দাউ করে আগুন ধরে গিয়েছিল বাসে। বাসের ভিতরে তখন জনা তিরিশেক যাত্রী। আগুন লাগে বাসের মাঝামাঝি অংশে। ছড়িয়ে পড়তে শুরু করে দ্রুত। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু পুলিশ জানাচ্ছে, সেটা হয়নি বাসচালকের উপস্থিত বুদ্ধির জন্যই।
বেঙ্গালুরু মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি)-র ওই বাস করমঙ্গল ডিপো থেকে ছাড়ার প্রস্ততি নিচ্ছিল মঙ্গলবার সকালে। আশপাশে অন্যান্য বাস এবং যাত্রীদের ভিড়ও ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। চালকের আসনে বসে ইঞ্জিনে ‘স্টার্ট’ দিতেই সরকারি বাসের চালক বুঝতে পারেন কোথাও একটা গোলমাল হয়েছে। খেয়াল করতেই দেখেন, আগুন লেগেছে বাসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস চালকের সতর্কতার জন্যই বাসযাত্রীদের বাঁচানোর সময় পাওয়া যায়। চালক দ্রুত যাত্রীদের বাস থেকে নামিয়ে বাসটি ফাঁকা করে দেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপদ দূরত্বে চলে যান যাত্রী। পু8লিশ জানিয়েছে আগুন লেগে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও বাসের ৩০ জন যাত্রীর গায়ে যে আঁচড়ও লাগেনি, তা ওই বাসচালকের জন্যই। তবে বাসটিতে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিএমটিসি। এ ব্যাপারে রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।