চয়ন রায়ঃ কলকাতাঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের পরই জানায় যে, ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান।
প্রসঙ্গত, গত জুন মাসে তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গিয়েছিলেন। পাঁচ ঘণ্টা পর ইডির দপ্তর থেকে বের হন। সেখান থেকে বেরিয়ে দাবী করেছিলেন, “তার রেশন দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু যা নথি চাওয়া হয়েছিল, তা দিয়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য যে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক জন অভিযুক্তের সাথে ঋতুপর্ণা সেনগুপ্তর আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে।
আর ওই অভিযুক্তের সাথে একটি সংস্থার প্রায় কোটি টাকার অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে, যার প্রোপ্রাইটর হিসাবে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে। সেই লেনদেন সম্পর্কে জানতেই গত ৫ ই জুন তাঁকে তলব করা হয়েছিল। তবে সেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত হাজিরা না দিলেও ১৯ শে জুন ইডির দপ্তরে হাজিরা গিয়েছিলেন।