অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ধাপার মাঠপুকুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের কয়েক মিনিটের মধ্যে আগুন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। আর আশপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়ে কারখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দ আসতে থাকে। এমনকি মাঝেমাঝেই আগুনের লেলিহান শিখা ছিটকে আসতে থাকে। আর এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় যেকোনো মুহূর্তে বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
পাশাপাশি দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের কুড়িটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। এই অগ্নিকাণ্ডের ধোঁয়ায় বা কারখানার বিস্ফোরণে ছিটকে আসা আগুনে যাতে মানুষ অসুস্থ হয়ে না পড়েন তাই আশপাশের বহু বাড়ি খালি করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এই কারখানাটিতে উৎপাদিত হওয়া পণ্যের কাঁচামাল আশপাশের বহু বাড়িতে রাখার ফলে সেগুলি দ্রুত সরিয়ে ফেলা হয়। এছাড়া এলাকায় মজুত থাকা গ্যাস সিলিন্ডারও সরিয়ে ফেলা হয়েছে।
দমকল কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, রাসায়নিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্যপদার্থ ও রাসায়নিক মজুত থাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু রাসায়নিক পোড়া কালো ধোঁয়ায় দমকল কর্মীদের কাজ করতে অত্যন্ত অসুবিধার মুখে হয়।