নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ এবার ঝাড়গ্রামের জঙ্গলমহলের জামবনির খাটপুরা এলাকায় দুই যুবককে মারধরের ঘটনায় মারা গেলো ১ জন যুবক।
প্রসঙ্গত, গত ২২ শে জুন এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজ চলছিল। সেখানে ঠিকাদারি সংস্থার তরফে রাস্তা নির্মাণের সামগ্রী বোঝাই একটি গাড়ি রাখা ছিল। কিন্তু ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরি হতেই দুই জন যুবকের দিকে সন্দেহের আঙুল ওঠে। এরপর তাদের বেধড়ক মারধর করা হয়। তারপর ওই দুই জন যুবককে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হলে একটানা ন’দিনের চিকিৎসার পর এক জন যুবকের মৃত্যু হয়। অপর জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
অতি সম্প্রতি বাংলার একাধিক জায়গায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। গণপিটুনিতে মৃত্যু অবধি ঘটেছে। এক্ষেত্রে পুলিশী নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আর যারা মারধর করছে তারা নির্দিষ্ট এলাকার বাসিন্দা। ফলে এই বিষয়ে পুলিশের আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত।