নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ সকালবেলা পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন শাখার শেওড়াফুলি স্টেশনে এক জন যাত্রী ভিড় ট্রেনে উঠতে গিয়ে পায়ের নিম্নাংশ খোয়ালেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে শোরগোল ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, সকালবেলা ৯টা ৩০ মিনিট নাগাদ ডাউন ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লোকাল শেওড়াফুলির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখন ট্রেনে খুব ভিড় ছিল। ওই সময় এক জন যুবক তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ডাউন সিঙ্গুর-হাওড়া আন্দোলন লোকাল থেকে নেমে লাইন পেরিয়ে চলন্ত ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লোকালে উঠতে গিয়ে রেললাইনে পড়ে যায়। এরপর ওই যুবকের পায়ের একটি অংশের উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। ফলে তার একটি পায়ের নিম্নাংশ কাটা পড়েছে।
তারপর শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে। এদিকে ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। যার সূত্র ধরে জিআরপি ওই যুবকের নাম, পরিচয়, বাড়ির ঠিকানা জানার চেষ্টা করে। পরে জানা যায়, আহত যাত্রীর নাম নাম বিশ্বদেব গিরি। বাড়ি সিঙ্গুর থানার ছআনি এলাকায়। অন্য দিনের মতোই এদিন বিশ্বদেব ট্রেনে চেপে কর্মস্থলে যেতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।