নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ মঙ্গলবার রাতেরবেলা থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে পাহাড় থেকে সমতলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে ধস নেমে দশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। আর কালিঝোরায় এনএইচপিসি বাংলো সংলগ্ন এলাকায় রাস্তার উপর বড়ো গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হয়ে পড়ে। এছাড়া তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার যে সড়ক তাও আপাতত ভাবে বন্ধ রয়েছে।
তিস্তার জলস্তর বৃদ্ধি পেতেই তিস্তাবাজার সংলগ্ন ডেওগ্রাম এলাকাতেও জল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কালিম্পংয়ের লিকুভিড়ে ধস নামার কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রশাসন সূত্রে খবর, গত বছর সিকিমে বিপর্যয়ের জেরে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। তিস্তা নদীখাত উঁচুও হয়েছে। আর তার কারণেই কয়েক দিন টানা বৃষ্টিপাত হলেই তিস্তা সমতলে ফুলে ফেঁপে ওঠে। তবে প্রশাসন সেদিকে বিশেষ নজর রাখছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here