নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ উত্তরাখণ্ডের তেহরি গঢ়বালেতে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কাতে এক জন মহিলা ও তার দুই ভাইঝি একেবারে পিষ্ট হয়ে গিয়েছে। আর ওই মহিলার মেয়ে গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, অতিরিক্ত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক (জাখনিধরের এবিডিও) মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অভিযুক্তের নাম দেবীপ্রসাদ। মৃতরা হলো ৩৪ বছর বয়সী রিনা নেগি। ভাইঝিরা হলো ৭ বছর বয়সী অন্বিতা এবং ১০ বছর বয়সী অগ্রিমা। আর আহত হয়েছে রিনার ১০ বছর বয়সী মেয়ে আরাধ্যা।
জানা গিয়েছে, রিনা, আরাধ্যা, অগ্রিমা ও অন্বিতা বাড়ির সামনে হাঁটতে বেরিয়ে আচমকা গাড়িটি সামনে আসতেই রিনা সহ অগ্রিমা এবং আরাধ্যা শূন্যে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরই রিনা, অগ্রিমা ও অন্বিতা ঘটনাস্থলেই মারা গিয়েছে। আর আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দেবীপ্রসাদ গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে প্রত্যক্ষদর্শীরা ধরে ফেলেন। আর ওই গাড়ি থেকেও মদের বোতল উদ্ধার হয়।
এরপর ওই মহিলার স্বামী রবীন্দ্র নেগী এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দেবীপ্রসাদকে গ্রেফতার করে। আর দেবীপ্রসাদের রক্তের নমুনা পরীক্ষা করে জানতে পারে তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি ছিল। আজ দেবীপ্রসাদকে আদালতে হাজির করানো হয়েছে। রবীন্দ্র নেগী এই ঘটনায় অভিযুক্ত দেবীপ্রসাদের কঠোর শাস্তির দাবী করে এও জানিয়েছেন যে, “অতীতেও দেবীপ্রসাদ এমন আরো দু্র্ঘটনা ঘটিয়েছেন।”