নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-বলেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কের বেলদা থানার অন্তর্গত বাখরাবাদের কাছ তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোতে ধাক্কা মারতেই অটোটি সামনে থাকা লরির পিছনে ঢুকে পড়ে। এর জেরে এক জন যাত্রীর মৃত্যু হয়। আর ১৩ জন আহত হয়েছেন। মৃত মহিলার নাম গীতা সামন্ত। বয়স ৬৭ বছর। বাড়ি দাঁতনের দুই নম্বর ব্লকের পলাশী গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, গীতা দেবী কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে খড়গপুর স্টেশন থেকে অটোতে করে বাড়ি ফিরছিলেন। ওই সময় পিছন থেকে একটি তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারলে অটোটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরির পিছনে ঢুকে যায়। এরপর বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।