নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের নলহাটি থানার নাকপুর চেকপোস্টের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে চাষের খেত থেকে অজ্ঞাত পরিচিত একটি শিশু ও এক জন যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতেরা সম্পর্কে মা ও পুত্র বলে মনে করা হচ্ছে। মৃত শিশুটির বয়স প্রায় ৭ বছর। আর যুবতীর বয়স আনুমানিক ২৮ বছর থেকে ৩০ বছর।
জানা গেছে, সকালবেলা স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই নলহাটি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে রামপুরহাট সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ওই যুবতীর পরনে ফুল হাতা চুড়িদার ছিল। নিম্নাঙ্গে কোনো আবরণ ছিল না। ওই শিশুটির দেহ ওই যুবতীর দেহ থেকে প্রায় পনেরো ফুট থেকে কুড়ি ফুট দূরে পড়েছিল।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রাতেরবেলা ওই দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে চাষের ক্ষেতে ফেলে রেখে গিয়েছে। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে এই নির্মম ভাবে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ওই শিশু এবং ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে।