নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর আরামবাগের সালেপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠে এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। এদিন বিদ্যালয়ে উন্নয়ন নিয়ে আলোচনা চলাকালীন প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যদের বিরুদ্ধে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবার বিদ্যালয়ে বৈঠক চলাকালীন বিদ্যালয়ের উন্নয়নের কথা আলোচনা করা হলে প্রধান শিক্ষক কোনো গুরুত্ব না দিয়ে বৈঠক শেষ না করেই চলে যান। এমনকি তার বিরুদ্ধে মিড ডে মিল সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। কিন্তু প্রধান শিক্ষক এই ঘটনার কথা অস্বীকার করে জানান, “মিটিং করতে করতে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।” তবে বিদ্যালয়ের পরিচালন কমিটি সদস্যরা এই ঘটনার কথা অস্বীকার করেছেন।
আর বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাকে কেন্দ্র করে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। যদিও প্রধান শিক্ষক দাবী করেছেন, “তার কাছে টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছে।” এদিকে বিদ্যালয় দীর্ঘক্ষণ উত্তেজনা থাকায় প্রধান শিক্ষকের স্ত্রী বিদ্যালয়ে এসে উপস্থিত হলে বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যদের তার সাথে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শেষমেশ পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে পুলিশ বাহিরে বের করে আনে।