নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ আজ হিমাচল প্রদেশে শিমলার কাছে জুব্বল এলাকায় রাজ্যের সরকারী পরিবহণ নিগমের একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তায় উল্টে যেতেই প্রায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর ৩ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে বাসের চালক, খালাসি, এক মহিলা ও নেপালের এক জন নাগরিক ছিলেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, দুর্ঘটনার সময় বাসে পাঁচ জন যাত্রী ছিলেন। আচমকা এই দুর্ঘটনার জেরে বাসের বেশ কয়েকটি চাকা খুলে যায়। দুর্ঘটনাটি ঘটার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। এদিকে জুব্বলের মহকুমাশাসক রাজীব সংখ্যায়ন খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যান। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতরে আর কোনো যাত্রী আটকে আছেন কিনা, সেই খোঁজ চলছে। আর এই দুর্ঘটনা কি কারণে ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।