নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ আন্তর্জাতিক যোগ দিবস। প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবনা গ্রহণের মাধ্যম্র ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জ যোগাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর হাত ধরে যোগাসন বিশ্বের আঙিনায় পৌঁছে গিয়েছে। এরপর থেকেই যোগ দিবসে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরেও যোগাসন করেছে। এই বছর জম্মু-কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন।
আজ নরেন্দ্র মোদী শ্রীনগরে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুসারে গতকাল জম্মু-কাশ্মীরে পৌঁছে যান। চলতি বছর যোগ দিবসের থিম “স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ”। এদিন নরেন্দ্র মোদী ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দ্র যাদব, নিতিন গড়করী এবং হবু সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা এই যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।
পাশাপাশি প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। এদিন প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এদিকে, রামদেব হরিদ্বারের যোগপীঠে যোগাসন অভ্যাস করেন। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত হয়েছেন।