নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ মণিপুরে হিংসা অব্যাহত। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলার পরই গতকাল মণিপুরের রাজধানী ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনের থেকে কয়েকশো মিটার দূরে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগে ওই বাড়ি পুড়ে ছারখার। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দমকল কর্মীদের তৎপরতায় মুখ্যমন্ত্রীর বাসভবন রক্ষা পেয়েছে।
কিন্তু এই আগুন লাগলো কিভাবে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এই অঞ্চলেই কুকি সম্প্রদায়ের একাধিক পরিবারের বসবাস ও অফিস রয়েছে। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাংলোর পাশে যে বাড়িটিতে আগুন লেগেছিল, তা প্রাক্তন আইএএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্যসচীব থাঙ্কখোপাও কিপগেনের। ২০০৫ সালে থাঙ্কখোপাও কিপগেনের মৃত্যু হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে বাড়িটি ফাঁকাই পড়ে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বাড়িটির নীচের তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।