নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ ভোটের ফল প্রকাশিত হতে না হতেই কোচবিহারের নাটাবাড়ির অন্তর্গত ডাওয়াগুড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকালের ফলাফলে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিককে পরাস্ত করে জয়ী হয়েছেন। কিন্তু এরই মধ্যে এক ভাইরাল ভিডিয়ো ঘিরে রীতিমতো বিতর্ক তৈরী হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক জন ব্যক্তি গ্রামবাসীদের দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে যাচ্ছেন। এরপর গ্রামবাসীরা ধাওয়া করতেই ওই ব্যক্তি ছুটে পালিয়ে যায়।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ও গণনা পরবর্তী সময়ে কোচবিহারে যে গোলমাল এবং অশান্তির অভিযোগ অতীত নির্বাচনগুলিতে উঠে এসেছিল, এবার সেই চিত্র কার্যত উধাও। এখনো অবধি বড়ো কোনো ঝামেলার ছবি প্রকাশ্যে আসেনি। তবে এদিনের এই ভাইরাল এই ভিডিয়ো ক্লিপকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে তৃণমূলের তরফে অভিযোগ উঠেছে, “ওই বন্দুকধারী ব্যক্তি শাসক শিবিরের সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছিল। আর দুষ্কৃতী বিজেপি আশ্রিত বলেও অভিযোগ করা হয়।” কিন্তু বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীর কোন্দলকেই দায়ী করেছে।
Sponsored Ads
Display Your Ads Here