নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো রাজস্থানের বারমের জেলার ধানে কে তালা গ্রাম। গতকাল এই গ্রামে এক তরুণী নিজেদের চার জন সন্তানকে ট্যাঙ্কের জলে ডুবিয়ে খুন করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল শোরগোল পড়ে যায়। মৃতদের বয়স ৫ বছর থেকে ১১ বছরের মধ্যে ছিল।
সূত্রের খবর, নিয়মিত পারিবারিক অশান্তির জেরে ওই তরুণী হতাশ হয়ে পড়েছিল। দিনের পর দিন ধরে চলা অশান্তি আর সহ্য করতে পারছিল না। তাই অশান্তির হাত থেকে বাঁচতে সন্তানদের প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। আর সেই মতো, ওই তরুণী গ্রামের একটি জলের ট্যাঙ্কের সামনে চার জন সন্তানকে নিয়ে যায়। এরপর জলের ট্যাঙ্কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমনকি নিজেও ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
তারপর দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।