পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরের মেরিগঞ্জের ৪০ নম্বর ও ৪১ নম্বর বুথে ইভিএম জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকাবাসীরা খুব ক্ষুব্ধ। এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলে দাবী করেছে, ‘‘বিজেপির কর্মীরা ইভিএম নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছেন।’’
বিজেপির পাল্টা দাবি, তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। সে কারণে স্থানীয় মহিলারা রেগে ইভিএম জলে ফেলে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইরে শিবির তৈরি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাকিবুল লস্কর নামে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়।
কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, ‘‘সেক্টর অফিসারের কাছে যে ইভিএম ছিল, তা বিরোধীরা কেড়ে নিয়েছে। ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেন।’’ তবে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী বলেন, ‘‘তৃণমূল ৪০ নম্বর এবং ৪১ নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে যান। আর মহিলারা একজোট হয়ে ইভিএম জলে ফেলে দেন।’’