পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার ভোট। এর আগে গতকাল রাত থেকে ভাঙড়ের ভোগালিতে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে এক জন শিশু সহ ৭ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে।
তৃণমূলের অভিযোগ, “রাতেরবেলা মিছিল করে ফেরার সময় আইএসএফ তৃণমূলের কর্মীদের লক্ষ্য করে অতর্কিতে পিছন থেকে বোমা মেরেছে। প্রায় ত্রিশটির উপর বোমা ছুঁড়েছে।” এদিকে গুরুতর আহত চার জনকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই রাতেরবেলাই সায়নী ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও সহ তৃণমূল নেতারা আহতদের দেখতে হাসপাতালে যান।
অরূপ বিশ্বাস জানান, “হারার আগেই আসলে ওরা হার মেনে নিয়েছে।” এদিকে শওকত মোল্লা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের দাবী তুলে বলেন, “নওশাদ সিদ্দিকি রাজনৈতিকভাবে না পেরে পঞ্চায়েত নির্বাচনের মতো সন্ত্রাস তৈরী করছে।” হাসপাতালের বাইরে সায়নী ঘোষ বলেন, “আইএসএফের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, সেটা বুঝেই হামলা করছে। বাড়ি বাড়ি ভোটের স্লিপ দিতে গিয়েছিল। ষড়যন্ত্র করে এই হামলা চালানো হয়েছে।” তবে আইএসএফ এই বোমাবাজির অভিযোগ অস্বীকার জানিয়েছে, “তৃণমূলের লোকেরাই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। নিজেরাই সন্ত্রাস তৈরীর জন্য বোমা মেরেছিল। আর তাতেই আহত হয়। এখন আইএসএফের নামে দোষ চাপাচ্ছে।”