নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর হরিপালের শিয়াখালার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালের সামনে রোগীর আত্মীয়রা বিক্ষোভ শুরু করেন। ফলে পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায়। মৃতের নাম জহিরুল ইসলাম। বয়স ৩৫ বছর। বাড়ি বন্দিপুর এলাকায়।
পরিবারের অভিযোগ, ‘‘বেশ কিছুদিন থেকে জহিরুল পেটের যন্ত্রণায় ভুগছিল। এরপর বুধবার শিয়াখালার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছিলেন, ‘অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে।’ সেই মতো পরিবার প্রস্তুতি নেয়। গতকাল বিকেলবেলা ৪টে নাগাদ অপারেশন হয়ে গিয়েছে বলে জানানো হয়। কিন্তু তাও দীর্ঘক্ষণ জহিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি।
আর দেখা করার জন্য বার বার অনুরোধ করা হলেও ‘রোগী ভালো আছে’ বলে আমাদের বসিয়ে রাখা হয়। এভাবে আরো কয়েক ঘণ্টা গড়ায়। শেষে রাতেরবেলা ১০টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন যে রোগী মারা গিয়েছে।’’ তারপর থেকেই উত্তেজনার শুরু হয়ে যায়। গতকাল রাতেরবেলা থেকে পরিবারের সদস্য ও আত্মীয়রা দফায় দফায় হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন।
তবে জহিরুলের পরিবার সহ আত্মীয়রা আপত্তি জানিয়ে আরো ক্ষতিপূরণের পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতালের বিরুদ্ধে আইনী পদক্ষেপের দাবী জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নিলেও পরে আবার হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। এতে হাসপাতালের ঢোকা ও বের হবার রাস্তা বন্ধ হয়ে যায়। নার্সিং হোম কর্তৃপক্ষ এই ঘটনা প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি। যদিও পুলিশ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনা ভালোভাবে খতিয়ে দেখছে।