নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের নবগ্রামের রামানন্দপুর গ্রামে প্রাণ গেল দিদা ও নাতনির। রাস্তা দিয়ে হাঁটার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দিদা ও নাতনির। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত বৃদ্ধার নাম গঙ্গা মণ্ডল ও নাতনী প্রিয়াঙ্কা মণ্ডল।
জানা যায়, অন্যান্য দিনের মতো এদিনও গঙ্গা দেবী প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে হাঁটতে বেড়িয়েছিলেন। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার ধারে একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে গিয়ে তাদের উপর চাপা পড়ে। এরপর এলাকাবাসীদের নজরে এলে দ্রুত ছুটে যান। আর মাটি সরিয়ে গঙ্গা দেবীর মৃতদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় প্রিয়াঙ্কাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহগুলি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।