নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহারের পাটনার মহাবীর টোলায় গঙ্গার ঘাটের কাছে ১২ জন যাত্রীকে নিয়ে একটি নৌকা উল্টে তীব্র আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর থেকে দু’জন যাত্রী নিখোঁজ ছিল। বাকিরা সাঁতার কেটে কোনো রকমে ডাঙায় উঠে এসেছেন। যাত্রী ছাড়া ওই নৌকায় প্রচুর সব্জি থাকায় নৌকাটির ভার বেড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।
সূত্রের খবর, যে সকল যাত্রী নৌকায় চেপেছিলেন, তাদের অধিকাংশ সব্জি বিক্রেতা। প্রতিদিন এই ঘাটের কাছেই সব্জি বিক্রি করেন। এদিন নৌকায় করে দরিয়ার দিক থেকে ঘাটে যাচ্ছিলেন। কিন্তু মাঝ নদীতে নৌকাটি উল্টে যেতেই সব সব্জি জলে পড়ে যায়। তবে নৌকার যাত্রীরা কোনো রকমে সাঁতরে ডাঙায় উঠেছেন। কিন্তু দু’জন যাত্রী গঙ্গায় তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দু’জন ব্যক্তিকে খুঁজতে শুরু করে। যদিও ঘাট থেকে কুড়ি মিটার দূরত্বে দুর্ঘটনাটি ঘটায় অনেকেই স্রোতের বিপরীতে সাঁতার কেটে দ্রুত ডাঙায় উঠতে পেরেছেন। এর জেরে ওই সকল যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।