নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার মাননগছ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের গুলিতে দুই জন বাংলাদেশের নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলো ২৫ বছর বয়সি ইয়াসিন আলি ও ২৬ বছর বয়সী জলিল। বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মাগুরা গ্রামে।
সূত্রের খবর, ইয়াসিন এবং জলিল কাঁটাতার কেটে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। আর সেই সময় সীমান্তরক্ষীদের নজরে বিষয়টি আসতেই তারা দুই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর ইয়াসিন ও জলিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ইয়াসিন এবং জলিল পাচারের জন্যই এদেশে প্রবেশ করেছিল। তবে সীমান্তরক্ষীদের তরফে অভিযোগ জমা পড়েছে। বাকিটা তদন্ত সাপেক্ষ।