নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল রাতে মধ্যপ্রদেশের গোলা গ্রামে ভোট শেষ হওয়ার পর পোলিং অফিসাররা বেতুল ভোটকেন্দ্র থেকে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) নিয়ে বাসে করে ফেরার পথে হঠাৎ বাসে আগুন লেগে চারটি ইভিএম পুড়ে যায়। কিন্তু এই ঘটনায় কেউ আহত হননি।
দমকল কর্মীরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। বেতুলের কালেক্টর নরেন্দ্র সূর্যবংশী এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘বাসে মোট ছ’টি ইভিএম ছিল। আচমকা আগুন লেগে যাওয়ায় বাস থেকে চালক সহ সকলে নেমে যান। পরে দু’টি ইভিএম মেশিন অক্ষত অবস্থায় বার করা গেলেও বাকি চারটি ইভিএম আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেতুলের ২৭৫, ২৭৬, ২৭৭, ২৮৮, ২৭৯ ও ২৮০ নম্বর বুথের ইভিএমের ক্ষতি হয়েছে। পুরো ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হবে। পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওই ছ’টি বুথে আবার নিবার্চন হবে কি না।’’ সূত্রের খবর, বেতুল লোকসভা কেন্দ্র থেকে ৭২.৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।