পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বুধবার রাতের মাত্র পনেরো মিনিটের ঝড়ে দক্ষিণ চব্বিশ পরগণার রায়দিঘিতে গাছ, বাড়ি, দেওয়াল এমনকি বিদ্যুতের তার সহ খুঁটি ভেঙে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল শুরু হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতেরবেলা ৯টা নাগাদ ঝড় উঠতেই নিমেষের মধ্যে গাছপালা সমেত চল্লিশ থেকে পঞ্চাশটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। প্রায় চল্লিশটি বাড়ির চাল উড়ে যায়। এছাড়া মাটির দেওয়াল ভেঙে যাওয়ায় কয়েকটি গৃহপালিত পশু মারা গিয়েছে। এর জেরে বাসিন্দারা আশপাশের পাকা বাড়িতে আশ্রয় নেন। এই ঝড়ে নন্দকুমারপুর পঞ্চায়েতের মহব্বতনগর গ্রামের বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। পরদিন স্থানীয় বিধায়ক অলোক জলদাতা এলাকা পরিদর্শনে আসেন। পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরাও ঘটনাস্থলে এসে পৌঁছান।
Sponsored Ads
Display Your Ads Hereঅলোক সাহা এই প্রসঙ্গে জানান, ‘‘নন্দকুমারপুর পঞ্চায়েতের মহব্বতনগর এবং বলেরঘেরি গ্রাম সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রায় কুড়ি থেকে ত্রিশটি বাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়াল ঘরের দেওয়াল চাপা পড়ে কয়েকটি গোরু-ছাগল মারা গিয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তর এবং অন্যান্য দপ্তর আধিকারিকেরা কাজ শুরু করে দিয়েছেন।’’ মথুরাপুর দুই নম্বর বিডিও নাজির হোসেন বলেন, ‘‘সাময়িক ঝড়ে বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তরফে ক্ষয়-ক্ষতির সেই তালিকা তৈরী করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।’’