চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতায় বেনিয়াপুকুরে বাড়ি থেকে এক জন যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম রোশন থাপা। বয়স ২৩ বছর। এই ঘটনায় রোশনের বাবা রমেশ থাপা ছেলেকে নির্মমভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই ঘটনার পর থেকেই অভিযুক্ত রমেশ পলাতক।
এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছে, প্রায়ই রোশন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। এই নিয়ে প্রতিদিন বাবা-ছেলের মধ্যে অশান্তি চলতো। অতঃপর গতকাল রাতেরবেলা রমেশ স্ক্রু ড্রাইভার দিয়ে রোশনকে কুপিয়ে খুন করেন। আপাতত পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করছে।
Sponsored Ads
Display Your Ads Here