অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পশ্চিম দিক থেকে এক অজ্ঞাত পরিচিত মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে স্থানীয়রাই মৃতদেহ পড়ে থাকতে দেখে ময়দান থানার পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আর লালবাজারের হোমিসাইড শাখার অফিসার ও পুলিশের উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। জানা গেছে, মৃতদেহে পচন ধরতে শুরু করেছে। পাশাপাশি দেহের কিছু অংশ পুড়েও গিয়েছে। এছাড়া দেহ শক্ত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, দিন দু’য়েক আগেই ওই মহিলার অন্য কোথাও মৃত্যু হয়েছে।
এরপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এটি খুন না কি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আর যে এলাকায় মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো। এই ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেনা ক্যাম্প। এছাড়া ময়দান থানাও খুব দূরে নয়। অতএব এমন এক জায়গায় মৃতদেহ কেউ ফেলে দিয়ে গেছে কিভাবে তা সত্যি রহস্য তৈরী করেছে। আপাতত এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।