নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের ভাগলপুরের ঘোঘা থানা এলাকায় অবস্থিত আমাপুর গ্রামের কাছে জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর ৩ জন আহত হয়েছেন। সূত্রের খবর, পরিবারটি মুঙ্গের থেকে পিরপাইন্টিতে স্করপিও গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তখন আমাপুরের কাছে ওই স্করপিও গাড়ির উপর একটি বালিবাহী ট্রাক নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়। এর জেরে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়।
বালিবাহী ট্রাকটি উল্টে যাওয়ায় স্করপিওটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। পুলিশ ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এরপর আহতদের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ২৭ শে এপ্রিল, বারাণসীতে এক ই-রিকশা চালক হঠাৎ রাস্তায় ইউ-টার্ন নিতেই সামনে থেকে আসা বাইক আরোহী আকাশ সিংয়ের বাইকটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়।
এরপর আকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার সিসিটিভি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। এই ঘটনার পর ই-রিকশা চালক রিকশা সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পাশাপাশি দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আকাশের বাবার অভিযোগে কিদগঞ্জ থানার পুলিশ মামলা করেছে। তবে এখনো অবধি রিকশাচালক পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।