নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ দেশ জুড়ে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা উত্তরে লোকসভা নির্বাচনের প্রচারে আসেন। সেখানে নরেন্দ্র মোদীকে দেখার জন্য উপচে পড়া ভিড়ও তৈরী হয়। সেই ভিড় থেকে তাঁর নামও শোনা যাচ্ছে। আর জনসভায় এতো ভিড় দেখে নরেন্দ্র মোদী আবেগপ্রবণ হয়ে বলে ফেলেন, ‘‘পরের জন্মে বাংলাতেই জন্ম নিতে চলেছেন।’’
বরবারই নরেন্দ্র মোদী বাংলার প্রতি আলাদা টান রয়েছে বলে দাবী করেছেন। নির্বাচন থেকে শুরু করে বাংলার বিশেষ কোনো অনুষ্ঠান-উৎসবে তাঁকে টুইট করতে দেখা যায়। আর এদিনও মালদার জনসভা থেকে ফের একবার বাংলা ও বাঙালীর প্রতি আবেগ এবং ভালবাসার কথা ব্যক্ত করলেন। আর জনসভার পরেও নরেন্দ্র মোদী বাংলায় লিখে টুইট করে লিখেছেন।
এদিনের বক্তব্যে নরেন্দ্র মোদী জানান, ‘‘আগের জন্মে মনে হয় বাংলায় জন্মেছিলাম। আপনাদের ভালবাসা দেখে মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। আপনাদের ভালবাসা দেখে আমি আপ্লুত। হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, নয়তো পরের জন্মে বাংলায় জন্মাব।’’ পাশাপাশি এও বলেন, ‘‘আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালবাসা ফিরিয়ে দেব।’’