নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার কল্যাণীর আইটি পার্কের কাছে ছেলেকে নিয়ে টিউশন থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো বাবা-ছেলের। বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ৪৬ বছর বয়সী অরূপ কুমার দাস ছেলেকে নিয়ে টিউশন থেকে ফেরার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইকে করে জেআইএস মোড় থেকে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছিলেন। তখন আচমকা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে সজোরে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই অরূপবাবুর মৃত্যু হয়। আর আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেডিকেল কলেজ অফ মেডিসিন ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।