নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার বল্লভপাড়ায় দ্রুত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো উল্টে গেলো। এই দুর্ঘটনার জেরে বাইক আরোহী তিন জন যুবকের মৃত্যু হয়েছে। আর টোটোর দুই জন সওয়ারী গুরুতর আহত হয়েছেন। মৃতরা হলো কাটোয়ার দিক থেকে আসা ১৯ বছর বয়সী শুভজিৎ ঘোষ ও ২১ বছর বয়সী বাপন দাস। আর কাটোয়ার দিকে যাওয়া ২৪ বছর বয়সী সায়ন দত্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লভপাড়া সাঁকোর কাছে একটি টোটো দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে অতিরিক্ত গতিতে ছুটে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হতেই বাইকগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশাপাশি বাইকের গতি এতো বেশী ছিল যে, ধাক্কা লাগতেই মুহূর্তের মধ্যে দু’টি বাইক একেবারে দুমড়েমুচড়ে যায়।
ফলে শুভজিৎ, বাপন এবং সায়ন রাস্তায় ছিটকে পড়ে। আর পাশে দাঁড়িয়ে থাকা টোটো চালক ও এক জন যাত্রী আহত হন। এরপর তিন জন যুবককে রক্তাক্ত অবস্থায় কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আর পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।