নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সাতসকালবেলা হাওড়ার বালি ব্রিজ থেকে এক যুবক আচমকা রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দিতেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। যুবকের নাম অজিত সাউ। ৩২ বছর বয়স। বাড়ি আমর্হাস্ট স্ট্রিটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “অনেকেই বালি ব্রিজে প্রাতঃভ্রমণ করতে আসেন। এদিন অজিত বাইক নিয়ে এসে রেলিংয়ের ধারে বাইকের উপর বসেছিল। দেখে বেশ মনমরাও লাগছিল। কিন্তু হঠাৎ করে বাইকের উপর উঠে গঙ্গায় ঝাঁপ দেয়।” যা দেখে সেখানে উপস্থিত প্রাতর্ভ্রমণকারীরা রিভার ট্র্যাফিক পুলিশে খবর দেয়। এরপর বালি থানার পুলিশও ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। পাশাপাশি বাইকের মালিক রতনকে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠিয়ে অজিত সম্পর্কে নানা তথ্য জিজ্ঞাসাবাদ করে জানা চেষ্টা করা হচ্ছে।