নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ওন্দায় পারিবারিক অশান্তির জেরে এক দম্পতি আত্মঘাতী হলেন। মৃত দম্পতি হলো ৫০ বছর বয়সী অশোকা দে ও ৫৫ বছর বয়সী গৌতম দে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অশোকা দেবী বয়সজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত। আর গৌতমবাবুও ক্রনিক অ্যালার্জির রোগী ছিলেন। প্রতি মাসে স্বামী-স্ত্রীর চিকিৎসায় অনেক খরচ হত। ফলে নিজেদের মধ্যে অশান্তিও চলতে থাকত। কিন্তু গতকাল অশোকা দেবী এবং গৌতমবাবু বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলেও গতকাল রাত অবধি অশোকা দেবী ও গৌতমবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিন এলাকাবাসীদের মাধ্যমে খবর পেয়ে ছেলে অপূর্ব দে জয়পুর জঙ্গল থেকে তাদের মৃতদেহ দু’টি শনাক্ত করেন। আর পাশ থেকে একটি শীতল পানীয়ের বোতল এবং বিষের শিশিও উদ্ধার করা হয়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, অশোকা দেবী ও গৌতমবাবু ওই শীতল পানীয়ের বোতলে বিষ মিশিয়ে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।