নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরনিগম এলাকার সাতাশ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, এদিন বিজেপির কার্যালয়ে আগুন লাগে। এরপর কিছুক্ষণের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির এই প্রসঙ্গে অভিযোগ, ‘‘কার্যালয়ে কোনো লোক না থাকার সুযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
এর আগেও তেইশ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল। এদিকে পাল্টা তৃণমূলের দাবী, ‘‘বিজেপি নিবার্চনের সময় প্রচার পেতে সব রকম চেষ্টা চালাচ্ছে।’’ কিন্তু বিজেপির হুঁশিয়ারী, ‘‘এই আগুন লাগার কারণ অনুসন্ধানে প্রশাসন সদ্র্থক ভূমিকা পালন না করলে বৃহত্তম আন্দোলনের পথে নামা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here