নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ আবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী নওদায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। এমনকি যখন তিনি হেঁটে প্রচার করছেন তখন ‘গো ব্যাক’ শ্লোগানও উঠলো। কংগ্রেসের অভিযোগ, ‘‘তৃণমূল ভয় পেয়ে এই কাণ্ড করছে। কিন্তু পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীকে তাঁর গড়ে এভাবে ঠেকানো যাবে না।’’
জানা গেছে, এদিন অধীর চৌধুরী নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন। সেখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের ভাগ্নে অর্থাৎ ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আর যখন তৃণমূল অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তখন পাল্টা কংগ্রেসের কর্মীরা শ্লোগান তোলেন। এতে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায়। এদিন তিনি প্রচারে বেরিয়ে বিক্ষোভ দেখে মেজাজও হারান।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূল অভিযোগ করে, ‘‘কংগ্রেস প্রার্থী তাদের এক জন কর্মীর গায়ে হাত তুলেছেন।’’ তবে অধীর চৌধুরী এই প্রসঙ্গে জানান, ‘‘তৃণমূলের উস্কানিতে ওই দলের আশ্রিত দুষ্কৃতীরা আমার উপর হামলা করার চেষ্টা করেছে। স্থানীয়েরাই এর প্রতিরোধ গড়ে তুলেছে। তৃণমূল চেয়েছিল এখানে আমার প্রোগ্রাম বন্ধ করতে। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রোগ্রাম এখানেই হবে, নির্দিষ্ট সূচী মেনেই হবে। দু’চারটে তৃণমূলের গুন্ডা দেখে অধীর চৌধুরী দমে যাওয়ার লোক নয়। বিষয়টি প্রশাসনকেও জানিয়েছি। আমি আবার চ্যালেঞ্জ করে বলছি, যদি কারোর হিম্মত থাকে তো ভোটের দিন একটা বুথ দখল করে দেখাক।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিব মাস্টার এই বিষয়ে বলেন, ‘‘গত পাঁচ বছরে সাংসদকে সাধারণ মানুষ পাশে পাননি। এখন ভোটের সময় নাটক করতে এলে মানুষ মেনে নেবে কেন? অধীর চৌধুরী যেখানে যাচ্ছেন, সেখানেই পরিস্থিতি অশান্ত হচ্ছে। গ্রামের সাধারণ মানুষেরা তার প্রতিবাদ করেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here