নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল রাতেরবেলা ওড়িশার ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায় মহানদীতে নৌকা ডুবে চার জনের মৃত্যু হয়েছে। আর তিন জন শিশু, চার জন মহিলা সহ সাত জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে প্রায় ৫৮ জন যাত্রী ছিলেন।
সূত্রের খবর, নৌকার যাত্রীরা পার্শ্ববর্তী বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে ফিরছিলেন। তখন নৌকা পারাপারের সময় আচমকাই নৌকাটি ডুবে যায়। ওই সময় স্থানীয় মৎস্যজীবীরা কিছু যাত্রীদের উদ্ধার করেন। আবার কয়েকজন সাঁতরে পারে উঠলেও চার জনের ডুবে মৃত্যু হয়েছে। এছাড়া সাত জন জলের স্রোতে ভেসে গিয়েছেন।
রাতেরবেলাই উদ্ধারকারী দল নৌকাডুবির খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে খোঁজ শুরু করে। এদিনও তল্লাশি অভিযান চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন।