নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের গুণা জেলায় সম্পত্তির জন্য এক মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠলো প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। আপাতত মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, “যুবকের তার সম্পত্তির উপর নজর ছিল। কারণ ওই মহিলার মা-বাবা মারা যাওয়ার পর মায়ের নামে থাকা সব সম্পত্তি নিজের নামে হয়ে যায়। তাই ওই যুবক ওই মহিলার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে সম্পত্তি হাতাতে চেয়েছিলেন। কিন্তু সে বাধা দিতেই ওই যুবক চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে চিৎকার থামাতে মুখে আঠা লাগিয়ে দেন।” পরে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
ওই মহিলা এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, দু’বছর থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্ক ভেঙে যেতেই এই ঘটনা ঘটে।