নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতে ঘাটালের সাংসদ তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলায় পথসভা চলাকালীন মঞ্চ ভেঙ্গে বিপত্তি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দেবের পথসভার জন্য একটি মঞ্চ তৈরী করা হয়েছিল। কিন্তু সে এলাকায় আসতেই মঞ্চের আশপাশে জনসমাগম বাড়তে থাকে। এরপর দেব মঞ্চে পা রাখতেই একসঙ্গে বহু মানুষ দেবকে দেখতে মঞ্চে উঠে পড়েন। ফলে অস্থায়ী মঞ্চটি ভার সামলাতে না পেরে ভেঙে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। তারপর দেব বেসামাল হতেই তাঁকে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ধরে নেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর এই ঘটনার সময় দেবের সাথেই ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি, তৃণমূল নেতা বিকাশ কর সহ তৃণমূলের নেতৃত্ব মঞ্চে ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে মঞ্চ ভাঙার ঘটনায় কেউ আঘাত পাননি।
Sponsored Ads
Display Your Ads Here