নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দক্ষিণ দিল্লির পুষ্পবিহার এলাকার একটি গুরুদ্বারের অনুদান বাক্স থেকে ক্রমাগত টাকা চুরি যাচ্ছিল। কিন্তু প্রথমে টাকার পরিমাণ অল্প হওয়ায় তা নজর এড়িয়ে যায়। কিন্তু হঠাৎ অনুদান বাক্স থেকে ৫৫ হাজার টাকা চুরি যাওয়ায় সকলে নড়ে চড়ে বসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। এই ঘটনার জেরে গুরুদ্বারের তরফে সাকেত থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে খবর, পুলিশ অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুদ্বারের নিরাপত্তারক্ষী রোহিত কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়া সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে। তবে রোহিত জিজ্ঞাসাবাদ চলাকালীন অপরাধ স্বীকার করতেই তাকে পুলিশ চুরির অভিযোগে গ্রেফতার করে। পুলিশী জেরায় রোহিত জানিয়েছে, ‘‘সে কাজে যোগ দেওয়ার পর অনুদান বাক্সের একটি নকল চাবি বানিয়েছিল। এরপর ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস অবধি মাঝেমধ্যেই বাক্স থেকে টাকা চুরি করত।
কিন্তু সম্প্রতি গুরুদ্বারের অনুদান বাক্স থেকে ৫৫ হাজার টাকা চুরি করে। এমনকি ৩৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে একটি বাইকও কেনে।’’ পরে পুলিশ তল্লাশি চালিয়ে রোহিতের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা সহ অনুদান বাক্সের নকল চাবি উদ্ধার করে।