নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়ায় এক তরুণী প্রেমিকের আপত্তি সত্ত্বেও জামাইবাবুর সঙ্গে চড়কের মেলা দেখতে যাওয়ায় প্রেমিক অভিমানে আত্মহত্যা করে। আর তরুণী ওই আত্মহত্যার দৃশ্য ভিডিয়ো কলে দেখেছে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল শুরু হয়।
স্থানীয় সূত্রে খবর, নাকাশিপাড়ার বাসিন্দা দমন সরকার কর্মসূত্রে গোয়ায় থাকত। উত্তর চব্বিশ পরগণার হাবড়ার এক জন তরুণীর সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলে ধীরে ধীরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের বাড়িতে যাতায়াতও ছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। আর গতকাল পাকা দেখা ছিল। কিন্তু শনিবার তরুণী দমনকে জামাইবাবুর সাথে চড়কের মেলায় যাওয়ার কথা জানালে দমন নিষেধ করে। এমনকি ফোন করে ফোন করে আত্মহত্যা করার কথাও জানায়।
তাও তরুণী মেলায় গেলে দমন বাড়ির পিছনে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দমনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। দমনের পরিবারের দাবী, ‘‘যখন তার মোবাইল ফোনটি যখন উদ্ধার হয় তখনও সেটি ভিডিয়ো কল মোডে ছিল। শেষ ভিডিয়ো কলটি প্রেমিকাকেই ছিল।’’